গলাচিপায় নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ ইট, বালুর আড়ৎ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার আড়ৎ পট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন এবং গলাচিপা থানা পুলিশ।
জানা যায়, নদীর তীরে অবৈধ ইট, বালুর আড়ৎ দেওয়ায় প্রত্যেক আড়ৎদারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং বিকেল ৩ টার মধ্যে সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে ঘটনাস্থলের মালামাল নিলাম দেওয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।