‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় শনিবার সকাল ১০টায় ব্যায়ামাগার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম এর সভাপতিত্বে ব্যায়ামাগারের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব লতিফা জান্নাতী, পটুয়াখালী সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সচিব জনাব মোসা: সেলিনা আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সভাপতি জনাব মোতালেব মোল্লা, রশিদ কিশলয় বিদ্যায়তনের প্রধান শিক্ষক জনাব শিরীন নাহার, সনাক সদস্য নাসিমা শাহীন; শুকতারার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ। বক্তারা নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করেন। এছাড়া নারীদের অধিকার,বাল্য বিয়ে প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সেবা, গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।