মাদারীপুরের কালকিনিতে মোঃ আবু তাহের হাওলাদার-(৪৬) নামের এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন মাদারীপুর র্যাব-৮। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ১১টি মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলাসহ ১১টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতার করেন। পরে তাকে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, আসামী আবু তাহের হাওলাদারকে থানায় হস্তান্তর করছেন র্যাব।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।