
দীর্ঘদিন ধরে ছিনতাইয়ে জড়িত ইউসুফ আলী। তার সহযোগী আবুল হোসেন। ভোরবেলায় মানুষের ব্যাগ ধরে টান দেয় তারা। বাজার করতে যাওয়ার সময়ও কেড়ে নেয় মানুষের টাকা। এক্ষেত্রে তাদের হাতিয়ার ধারালো চাপাতি। 'ঘাড় নামিয়ে দেব' বলে হুমকি দিয়েই কেড়ে নেয় টাকা ও মোবাইল ফোনসেট। রাজধানীর রামপুরা থেকে শুরু করে মালিবাগ বাজার এলাকা, চৌধুরীপাড়া ও শাহজাহানপুরের বিভিন্ন এলাকায় চলছে তাদের দৌরাত্ম্য। গত কয়েকদিনে চাপাতির ভয় দেখিয়ে মালিবাগ আবুল হোটেল এলাকায় অন্তত তিনটি ছিনতাই করেছে এই চক্র। এই চক্রের দৌরাত্ম্যে মানুষ এতটাই অতিষ্ঠ যে, তাদের গ্রেফতারে এলাকায় পোস্টারিংও করা হয়েছে। স্থানীয় লোকজন ফেসবুকেও এদের গ্রেফতারের আহ্বান জানিয়েছে।

ইনিউজ ৭১/এম.আর