
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ২৩:৫৫

এসডিজি অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলের প্রতি দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নাই। জনসমষ্টিকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে পারলেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে। শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগ আয়োজিত "ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স -২০১৯" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইনিউজ ৭১/এম.আর