সোনারগাঁয়ে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই মার্চ ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
সোনারগাঁয়ে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে সুরুজ মিয়া (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত রহিম স্টিল মিলস লিমিটেড এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া ওই কারখানার ক্রেন চালক। তার বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে। রহিম স্টিল মিলের প্রধান পরিচালন কর্মকর্তা জানান, শনিবার ভোর রাত তিনটার দিকে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিকভাবে লিকেজ হয়ে যায়। এ সময় বেশ কিছু পরিমাণ উত্তপ্ত গলিত লোহা ছিটকে ক্রেনচালক সুরুজ মিয়ার শরীরে পড়লে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কারখানায় কর্মরত সুরুজ মিয়ার আরও দুই ভাই সেখানে কাজ করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন। সুরুজ মিয়া ছাড়া আর কারও কোনও ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সলিমুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর