লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মুকিত সোহেল (৪৩) গুরুতর আহত হয়েছেন।নিহত বাশার উপজেলার চরআলগী এলাকার নুরুল হক হাফেজের ছেলে। প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানান, স্থানীয় রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধপূর্ণ সম্পত্তি দখলে (নির্মাণ কাজের প্রস্তুতি) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আসে স্থানীয় প্রভাবশালী রাসেলসহ ১০-১২ জন লোক। এ সময় ওই জমির মালিক দাবি করে তাদের বাধা দিলে আবুল বাশার ও তার ছেলেকে কিল ঘুষি ও পিটিয়ে গুরুতর আহত করে তারা।
পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবুল বাশারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে বাশারের আহত ছেলে সোহলেকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভয়ে আবুল বাশার নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।