বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে, পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না। এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।’
প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে কোনো বার্তা বা ইমেইল থেকে কোনো মেইল পেলে তা যাচাই করারও অনুরোধ জানিয়েছেন মীর আসলাম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে। শিগগিরই ফেসবুক ও ইমেইল আইডি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতার করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।