বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ৩ জনকে ক্ষুর দিয়ে আঘাত করে আহত করেছে আনিস নামে এক সন্ত্রাসী । ক্ষুরের আঘাতে আহত হয়েছে একই এলাকার বাসসু মাঝির দুই ছেলে হান্নান(২৫), গনি(২২) এবং শহিদ বাঘার ছেলে মামুন । হান্নান এবং গনিকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে হান্নান জানায়, পূর্বের পারিবারিক ঘটনা নিয়ে , শহিদ বাঘার বাড়িতে ৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় , হান্নান এবং আনিসের সাথে সালিশির কথা ছিল।
যেকোনো কারণে সালিশ বৈঠক হয়নি। ঐখান থেকে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফেরার পথে আনিস পথিমধ্যে ২ ভাইয়ের উপর ক্ষুর নিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে হান্নানের ঘাড়ের বাম দিকে আঘাত করে এবং গনির পিঠে আঘাত করা হয়। তাদের উদ্ধারে মামুন এগিয়ে গেলে তাকেও আঘাত করে আনিস। এতে মামুনের বাম হাতের কব্জিতে জখম হয়। কর্তব্যরত ডাঃ তানভীর মোর্শেদ ধারণা করছেন, মামুনের হাতের রগে আঘাত লেগেছে, তাই তাকে জরুরী রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে । এদিকে হিজলা থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান হাসপাতালে পরিদর্শনে এসে ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।