ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় মোসাঈদ উল্লাহ (রফিক) নামে ব্যবসায়ী খুনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (০৮ মার্চ) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে এলাকার নানা পেশার কয়েক’শ মানুষ অংশ নেন। মানববন্ধনে এই ব্যবসায়ী হত্যার বিচার দাবি করে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত পানিশ্বর বাজারের দোকানপাটে ডাকাতির চেষ্টাকালে ব্যবসায়ী রফিককে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র ডাকাতরা। অপরাধীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকা বাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হক বলেন, ব্যবসায়ী রফিক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত সহ গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।