বরিশালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বরিশালের নৌপরিবহণ কর্তৃপক্ষ ও লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার ৮ মার্চ সকাল ৯ টায় বরিশাল সার্কিট হাউসে ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পটুয়াখালীর ৪ আসনের সংসদ সদস্য, মহিবুর রহমান মুহিব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল নদী বন্দর’র পরিবহন কর্মকর্তা মোঃ আজমল হুদা মিঠু, যুগ্ম পরিচালকসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বরিশাল নদী বন্দর নিয়ে বিভিন্ন আলোচনা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।