সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায়ন নতুন বিশ্ব গড়ো এ শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বে-সরকারী উন্নয়ন সংস্থা ওসিসি’র উদ্যোগে পৌর শহরে এক বনার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন মেলা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।