বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের বাগেরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার ভোর পাঁচটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. গরীব উল্লাহ এবং একই গ্রামের আবুল কাসেম মালিথার ছেলে কিবরিয়া মালিথা। নিহত গরীব উল্লাহ ট্রাক্টর চালক এবং কিবরিয়া স্থানীয় একটি বাসের সুপারভাইজার ছিলেন।
বাসের যাত্রী লাল্টু আহমেদ বলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনীর শেখপাড়া থেকে প্রায় ৪০ জন বাগেরহাটের খানজাহান (রহ.) মাজার ও ষাটগম্বুজ মসজিদ দেখতে বাসযোগে রওনা হন। বাগেরহাট মাজারের কাছে পৌঁছার পর তাদের বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হয়।ফায়ার সার্ভিসের বাগেরহাট কার্যালয়ে সহকারী পরিচালক সরদার মাসুদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় পাঁচজন। তাদের উদ্ধার করে বাগেরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খুলনা মেডিকেলে নেওয়ার পর মারা যান কিবরিয়া নামে একজন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।