ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দু'টি বিভাগে মোট ৩১ জন প্রতিযোগী অংশ নেয়।
সকালে দৈনিক সমাবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের কর্মসূচি শুরু হয়। দৈনিক সমাবেশে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এটিই ছিলো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, আসলে এটা আমাদের চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার। সমাবেশে শিক্ষার্থীরা অসা¤প্রদায়িক চেতনা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
এছাড়া প্রতিটি শ্রেণিকক্ষে সংক্ষিপ্তভাবে বিশেষ আলোচনা করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর, ভারতী সাহা, স্বপন বিশ্বাস, ফারহানা, নুরজাহান আক্তারী ও তন্বী সাহা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক সুব্রত রায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবিএম আব্দুল বাতেন জোমাদ্দার।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।