
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ২০:১৯

বিমানে আমরা কম বেশি সবাই এখন ভ্রমণ করি বা করে থাকি । বিমান ভ্রমণ সারা বিশ্বে বেড়েছে উল্লেখ যোগ্য হারে । সেই সাথে নিরাপরতার ঝুঁকি ও বেড়েছে বহুগুণ । তাই বাংলাদেশ বিমানে যারা ভ্রমণ করবেন বা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করবেন তাঁদের কিছু বিধিনিষেধ মেনে পণ্য আনা নেওয়া করতে হয় । তার কিছু নির্দেশ দিয়েছেন বিমান বাংলাদেশ ।বিমানে ভ্রমণের সময় হাতব্যাগে করে কিছু জিনিস নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বোর্ডিং পাসের সময় বড় সুটকেসে এই জিনিসগুলো আপনি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বহন করার জন্য দিয়ে দিতে পারবেন। বিমানের কেবিনে বহনকৃত ব্যাগে যেসব জিনিস নেয়া যাবে না সেগুলো হলো
:মেশিনগান, পিস্তল, নেইল কাটার, রশি, ব্লেড, মাছ, মাংস, পেন্সিল ব্যাটারি, বাটাল, ম্যাচ বাক্স, প্লাস, লাইটার, কাচি, ছুরি, সুঁই-সিরিঞ্জ, স্ক্রু ড্রাইভার, কাঁটা চামচ, মরিচের গুড়া, সেভিং ফোম, ক্রিকেট ব্যাট ও অ্যারোসেল।

এই পণ্য গুলো আপনি সাথে করে বহন করতে পারবেন না । তবে আপনি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানালে হয়তো আপনার লাগেজে কিছু পণ্য নিতে দিবে ।