উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক চৌধুরীকে উখিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। আজ ৬ মার্চ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের বরাবরে এই সংক্রান্ত লিখিত আবেদন জমাদেন পদত্যাগী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী।হামিদুল হক চৌধুরী বলেন, উখিয়া উপজেলার আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য ও দলের বৃহত্তর সার্থে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতির মাহামুদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করে নিজ পদ থেকে পদত্যাগ করেছি।
তিনি আশা করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল হক চৌধুরীর নেতৃত্বে উখিয়া উপজেলা আওয়ামীলীগ আরো সুসংগঠিত হবে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য হামিদুল হক চৌধুরী যেই উদারতার পরিচয় দিয়েছেন তা খুবই প্রশংসনিয়। তিনি হামিদুল হক চৌধুরীর সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।