বরিশালের আগৈলঝাড়ার বহুল আলোচিত সমালোচিত সেই দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন সরকারের স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হিরন্ময় হালদার। হাসপাতালের পরিচালক পদ থেকে পদত্যাগ সংক্রান্ত পত্র মঙ্গলবার দুপুরে বাহকের মাধ্যমে প্রেসক্লাবে পৌঁছে দেন তিনি। হাসপাতালের চেয়ারম্যান (মালিক) আলহাজ্ব মো. জুবায়ের হোসেনের কাছে ৩ মার্চ স্বাক্ষর করা ওই পদত্যাগ পত্র দাখিল করেন তিনি। ওই পদত্যাগপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ও প্রেসক্লাবে প্রেরন করা হয়েছে।
ডা. হিরন্ময় হালদার তার পদত্যাগ পত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘ দিন যাবত উল্লেখিত হাসপাতালের পরিচালক ও চিকিৎকের দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের কিছু কর্মকান্ডে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মালিক বা পরিচালক তাকে অভিযুক্ত করার চেষ্টা করছে। যা তাঁর ব্যক্তি জীবনের সমস্ত অর্জণকে প্রশ্নের সন্মুখিন করেছে। তার পরেও ওই হাসপাতালের পরিচালক হিসেবে তিনি এর দায় না এড়িয়ে পদত্যাগ করছেন। একই সাথে ডা. হিরন্ময় হালদার ওই হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে দ্বায়িত্ব পালনের কথা ব্যক্ত করে জানান, প্রয়োজনে চিকিৎসকের দ্বায়িত্ব থেকেও পদত্যাগ করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।
প্রসংগত, সম্প্রতি ওই হাসপাতালে আনাড়ি চিকিৎসকের অপচিকিৎসা, প্রসুতির মৃত্যু, পরীক্ষা নিরীক্ষা বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ হলে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশে ভ্রাম্যমান আদালত হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে হাসপাতালটি বন্ধ করে দেয়। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিপুল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা একেএম মনিরূর ইসলাম কর্তপক্ষকে রেজিস্ট্রার্ড চিকিৎসক, নার্স নিয়োগ, প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোসহ কতিপয় শুপারিশ মালা বাস্তবায়নের শুপারিশে হাসপাতাল কর্তৃপক্ষ তা বাস্তবায়নের অঙ্গিকার দিলে তিন মাসের সময় দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি মানবিক কারনে হাসপাতালটি খোলার অনুমতি প্রদান করেন। এই সময়ের মধ্যে হাসপাতালের পরিচালকের পদ থেকে ডা. হিরন্ময় হালদার স্ব পদ থেকে পদত্যাগ করলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।