
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ২১:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখা। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
এতে জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা নাজমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত,সাবেক সভাপতি মোঃ আরজু, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে অর্ধেক জনগোষ্ঠী নারীকে এগিয়ে নিতে হবে। সেসাথে নারীর অধিকার নিশ্চিত করতেও সকলের প্রতি আহ্বান জানান তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব