বরিশালের আগৈলঝাড়ায় ব্রিজের মালামাল চুরির মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ হোসেন এর দায়ের করা মামলায় উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মোহম্মদ আলী হাওলাদারের ছেলে পান্না হাওলাদার (১৯) মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃত পান্নাকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসংগত, উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা এলাকায় সরকারের এলজিইডি বিভাগের আওতায় নির্মানাধীন ব্রিজের মালামাল সম্প্রতি চুরি হলে ইউপি সদস্য সবুজ হোসেন বাদী হয়ে ৪ মার্চ চুরির মামলা দায়ের করেন।
ওই মামলায় এর আগে সোমবার রাতে এজাহারভুক্ত আসামী হাবিব আকনকে (৩৫) গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।