
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৮:২৪

বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় চৌধুরী বলেছেন শুধু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। উপমহাদেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে যাওয়ার মূলে রয়েছে অন্ধ ধর্মবিশ্বাস আর অর্থনীতির ভ্রান্ত ধারণা। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ছবিমেলার আয়োজনে ‘আটমোস্ট এভরিথিং’ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ভারতের এই খ্যাতিমান লেখিকা। অনুষ্ঠানে তিনি বাকস্বাধীনতা, জাতীয়তাবাদ, উন্নয়ন, গণতন্ত্র, বড় বড় প্রকল্প এ সব কিছু নিয়ে কথা বলেন। এ সময় প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম তার পাশে বসা ছিলেন। নিবন্ধিত দর্শক-শ্রোতাদের নিয়ে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় স্থান পরিবর্তন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এরপর শহিদুল আলমের প্রশ্নের উত্তর দেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর