
প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ৪:৩২

বিপুল অঙ্কের ঋণ জালিয়াতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ-২ এর এক নির্দেশনার মাধ্যমে তাকে চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের সাময়িক শাখার সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩ এর ৪৪(১) ধারার আওতায় তাকে চাকরিচ্যুত করা হলো। এর আগে ২০১৭ সালের অক্টোবরে বিভিন্ন ব্যাংক ও সহকর্মীদের থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়া প্রভাষ চন্দ্র মল্লিককে সাময়িক বরখাস্ত করা হয়।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব