মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় বোরহান উদ্দীন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বোরহান গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের রেজাউল হকের ছেলে ও বামন্দী শহরের একজন ব্যবসায়ী। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ভবানীপুর-বামন্দী সড়কের রামনগর বাজার মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে। স্থানীয় যুবক পাভেল জানান, বোরহান তার গ্রামের বাড়ি ভবানীপুর থেকে মোটরসাইকেলযোগে বামন্দী শহরের দিকে আসছিলেন।
সে রামনগর বাজার মোড়ের কাছে পৌঁছাবার মাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হলে,তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যায়। গাংনী থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।