বরগুনায় ৫ উপজেলায় ৫২ জন প্রার্থীর মনোনায়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৫ই মার্চ ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ন
বরগুনায় ৫ উপজেলায়  ৫২ জন প্রার্থীর মনোনায়নপত্র জমা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার ছয়টি উপজেলার মধ্যে তালতলী উপজেলা ছাড়া বাক ৫ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। এ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়্যারম্যান পদে বরগুনায় মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনায়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, ভাইস চেয়্যারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন। বামনা উপজেলা চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দিয়েচেন দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।

পাথরঘাটা উপজেলায় মনোনায়ন পত্র জমা দিয়েছেন, চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন, নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন। বেতাগী উপজেলায় মনোনায়ন পত্র জমা দিয়েছেন তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।আমতলীতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনায়ন জমা দিয়েছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন। বরগুনার উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, বরগুনার পাচাটি উপজেলা নির্বাচনে পনেরটি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫২জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন আগামী ৬ ফেব্রুয়ারি মনোনায়ন পত্র যাচাই বাছাই করা হবে।

ইনিউজ ৭১/এম.আর