হিজলায় সাহাদাতের প্রতারণার ফাঁদে ন্যাশনাল সার্ভিসের কর্মিগণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মার্চ ২০১৯ ১১:৩১ অপরাহ্ন
হিজলায় সাহাদাতের প্রতারণার ফাঁদে ন্যাশনাল সার্ভিসের কর্মিগণ

বরিশালের হিজলা উপজেলার ন্যাশনাল সার্ভিসের ৫৭০  জন কর্মির সাথে প্রতারণার ফাঁদ পেতেছে তাদেরই সহকর্মী সাহাদাত । খোঁজ নিয়ে জানা গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল সার্ভিসের কর্মিদের চাকরির সুযোগ করে দিবেন, যাতে আরো দ্রুত প্রধানমন্ত্রী কর্মিদের চাকরির সুযোগ করে দেন, সেজন্য প্রথমে উপজেলা পর্যায়ে পরবর্তীতে ঢাকায় মানববন্ধন করা হবে। তাই প্রত্যেক কর্মির কাছ থেকে এই সাহাদাত ২০০ টাকা করে চাঁদা দাবি করে। ২ বছর মেয়াদের এই সার্ভিসটি চলাকালিন সময়, সাহাদাত হিজলা যুব উন্নয়ন দপ্তরে নিযুক্ত ছিলো। সে কারণে তার কাছে সবার নাম, ঠিকানা ও মুবাইল নাম্বার সংগ্রহে রয়েছে। 

তাই সে প্রতারণার ফাঁদ পেতে মুবাইলে সবার কাছে চাঁদা দাবি করে। এ কাজের জন্য সবাই তাকে চাঁদা দিবে বলে স্বীকার করেছে। এজন্য ৪ মার্চ সোমবার হিজলা উপজেলায় একটি মানববন্ধন করে। এবং ১৫৪ জনের কাছ থেকে ৩০,৮০০ টাকা উত্তোলন করে। যারা টাকা দেয়নি তাদেরকে টাকা দেয়ার জন্য ফোন দিচ্ছে সাহাদাত। হিজলায় ন্যাশনাল সার্ভিস কর্মিদের সংগঠন  নেই , ব্যাংক একাউন্টও নেই । তাই টাকা গুলো হাতিয়ে সাহাদাত নিজের কাছেই রাখে। তখনই তার প্রতারণা ব্যাপারটি সবার নজরে আসে। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা অবশ্যই করেন । তাহলে আমাদের মানববন্ধনের প্রয়োজন আছে কি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব