রাজধানীর ভাসমান যৌনকর্মীরা মানববন্ধনের মাধ্যমে ‘যৌনকর্মী অধিকার দিবস ২০১৯’ উদযাপন করেছেন। গতকাল রোববার সেক্সওয়ার্কারস নেটওর্য়াকের উদ্যোগে সুপ্রিম কোর্টের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন যৌনকর্মীরা। মানববন্ধনে তারা যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের ট্রেজারার ইভান আহমেদ কথা বলেন, ‘দেশের কোথাও যৌনকর্মীদের নিরাপত্তা নেই। যৌনপল্লীতে যৌনকর্মী বোনদের জবাই করে হত্যা করা হচ্ছে। ঢাকার ভাসমান যৌনকর্মীদের অবস্থা আরও ভয়াবহ। আমরা সরকারসহ কারও সহযোগিতা পাচ্ছি না।’ তিনি ভাসমান যৌনকর্মীদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের সভাপতি চুমকি বেগম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।