ইন্দুরকানী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মার্চ ২০১৯ ০৮:১০ অপরাহ্ন
ইন্দুরকানী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্র দাখিল। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্রিনং কর্মকর্ত রাজিব আহমেদের কাছে  প্রার্থীগন তাদের মনোনয়ন  পত্র দাখিল করেন। উপজেলা আলীগে সভাপতি এ্যডঃ এম মতিউর রহমান, সরকার দল থেকে মনোনয়ন দাখিল করেন,সরকারের জোট ভুক্ত জেপি মঞ্জু থেকে মোঃ শাহিন হাওলাদার মনোনয়ন দাখিল করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার ,মোঃ মনিরুজ্জামান সেলিম হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জম দেন,তারা হলেন উপজেলা আ-লীগ সহ- সভাপতি মাহমুদুল হক দুলাল, জাতিয়পার্টি জেপি থেকে মোঃ কাওছার আহমেদ দুলালা, এবং উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ রুহুল আমিন বাঘা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একরামুল শিকদার, ও আ-লীগ নেতা মোঃ নুরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদেও মনোনয়ন জমাদেন উপজেলা মহিলা আ-লীগ সভানেত্রী দিলরুবা মিলন নাহার,সাবেক চেয়ারম্যান ও আ-লীগ নেতা মরহুম দেলোয়ার হোসেন হাওলাদারের কন্যা দিরলারা জামান, এবং জাতিয়পার্টি জেপি নেত্রী সলতানা রাজিয়া রানী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব