বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা বালুমাঠ থেকে কোটালীপাড়া উপজেলার চোরখালী গ্রামে আবুল হোসেন শেখের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজুল শেখ (২০)কে রোববার রাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।
এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পশ্চিম আমবৌলা গ্রামের হাতেম তাজের ছেলে খলিল তাজ (৪২)কে রোববার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।