পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই শোক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা চকবাজারে অগ্নি দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।
গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭১ জন। আহত হন ৫৫ জন। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
পলান সরকারের মৃত্যুতেও মন্ত্রিসভার শোক
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রবীণ সমাজকর্মী, বই পড়া আন্দোলনের পুরোধা মো. হারিস উদ্দিন বা পলান সরকারের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।’ পলান সরকার গত ১ মার্চ ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।