আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ রবিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তিনি হাসপাতালে যান। প্রায় একই সময়ে হাসপাতালে যান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
এর আগে রবিবার বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মেডিক্যালে আসেন প্রধানমন্ত্রী। এ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত কাদের। হৃদরোগের সমস্যা নিয়ে সকাল সাড়ে ৭ টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।