বরগুনায় পায়রা নদী থেকে একটি কুমীড় আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা মার্চ ২০১৯ ০৩:১৪ অপরাহ্ন
বরগুনায় পায়রা নদী থেকে একটি কুমীড় আটক

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের  পায়রা নদীর পাড় থেকে শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে একটি জীবিত কুমীর আটক করেছে স্থানীয় লোকজন। জানা যায় কুমীড়টি ৫ফুট ৬ ইঞ্চি ১৫ থেকে ১৬ কেজি ওজন হবে। জানা গেছে, নাপিতখালী গ্রামের সতীশ চন্দ্র হাওলাদার এর ছেলে নিশক হাওলাদার নদীর পাড়ে গেলে কুমীরটি চরে দেখতে পায়। পরে স্থানীয় ১০/১২ জন লোক মিলে জাল দিয়ে কুমীরটি আটক করে বেল্লাল মৃধার বাড়ির পুকুরে রশি দিয়ে বেধে রাখা হয়। পরে কুমীড়টি দেখতে এলাকা থেকে শুরু করে বরগুনা সহর থেকে হাজার হাজার মানুষ ভির জমায় বেল্লাল মৃধার বাড়িতে।

পরে স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাকে জানালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থালে পৌছবার আগেই কুমীড়টি মারা যায়। এব বরগুনা বন বিভাগের বিট কর্মকর্তা মতিউর রহমান বলেন,পায়রা নদী থেকে একটি কুমীড় আটক করেছে স্থানীয় লোকজন। এখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মৃত কুমীড় দেখতেপাই। পরে আমরা উপরক্ত কর্মকর্তার সাথে কথা বলে কুমীড়টি পোসমাডামের জন্য বরগুনা পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কুমীড়টি কেউ যদি মেরে থাকে বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ইনিউজ ৭১/এম.আর