রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল ভবনের ১২ তলা থেকে লাফিয়ে পড়ে সোহরাব নামে ২১ বছরের এক যুবকের মৃত্যু হয়েছেন। ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২ মার্চ) সোহরাব হাসপাতালের ১২ তলার একটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহরাবের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার বাবার নাম মতিউর রহমান। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘শারীরিকভাবে সক্ষম ছিলেন না সোহরাব। চিকিৎসার জন্য গত ২৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ ফেব্রুয়ারি তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়।’
আত্মহত্যার খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে তিনি জানান। সোহরাবের ভাই কবির সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘শনিবার বিকেলে ডাক্তার একটি ইনজেকশন দেয়ার পর থেকে সে পাগলের মতো ছটফট করে। এরপরই সে লাফ দেয়। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে সে পাগল হয়ে এ ঘটনাটি ঘটায়।’ তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি সোহরাবের পরিবার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।