রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পতাকা উত্তোলন দিবস পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ৩৭৩ নং রুমে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯ এর একটি অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ (আরইউমান)। বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯ এর মহাসচিব ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
অধ্যাপক বানু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। স্বাধীনতা বিরোধী কোন কার্যক্রম এই প্লাটফরম থেকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। সাকিব আল হাসানের সঞ্চালায় ছায়া জাতিসংঘ সম্মেলনের সহকারি মহাসচিব ইমরান মাহমুদ, সহকারি পরিচালক সাদিয়া, বাংলাদেশ বিষয়ক সম্পাদক শিপনুল ইসলাম প্রমুখের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন ছাত্র উপদেষ্টা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।