রাঙ্গুনিয়ায় জোড়া হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১লা মার্চ ২০১৯ ১০:০০ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় জোড়া হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় জোড়া হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী নারীসহ দুই জনকে মাথায় লাঠির আঘাতে হত্যা করে দীর্ঘ ২৪ বছর পালিয়ে বেড়াচ্ছিল সে। পলাতক অবস্থায় তাকে ফাঁসির দন্ডও দিয়েছিল চট্টগ্রাম সিনিয়র জজ আদালত। তার নাম মোবারক আলী ওরপে মোরাইল্ল্যে (৫০)। সে উপজেলার পুদয়া ইউনিয়নের সুখবিলাশ গ্রামের আজল উদ্দিনের পুত্র। শুক্রবার (১ মার্চ) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ১৯৯৬ সালে তুচ্ছ বিষয়ে প্রতিবেশী নারীসহ অপর একজনকে লাঠির আঘাতে হত্যা করে মোবারক। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। নিহতের স্বজনরা মামলা করলে জোড়া খুনের ঘটনায় সত্যতা পাওয়ায় ২০০৩ সালের ২৮ জানুয়ারি চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ আদালত পলাতক অবস্থাতেই তাকে ফাঁসির আদেশ দেন। হত্যার পর থেকে ফাঁসির দন্ড নিয়েও দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিল সে। এই সময়ে সে কোন সময় ছদ্মবেশে চট্টগ্রাম শহরে রিক্সা চালানো সহ বিভিন্ন কাজ করে।

সর্বশেষ সে দীর্ঘ কয়েকবছর যাবত চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকায় একটি ভাই ভাই হোটেল চালিয়ে আসছিল। এদিকে দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে ধরতে গোপন সংবাদে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানা পুলিশ। রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম, উপ পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান, সহকারী উপ পুলিশ পরিদর্শক মীর কাশেম সঙ্গীয় ফোর্স মো. ওমর ফারুক, ময়নাল হোসেন, রতন সহ একটি দল এই অভিযান চালায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এই অভিযানে তাকে চট্টগ্রাম বাকলিয়া আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে সে হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি দেয়। পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, “তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালালেও স্থান পরিবর্তন করায় তাকে ধরা সম্ভব হচ্ছিল না। দীর্ঘ ২৪ বছর সে এভাবে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব