আগৈলঝাড়ায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ১লা মার্চ ২০১৯ ০৮:০০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“ভোটার হব, ভোট দেব” ১৮বছর বয়স হলে ভোটার হওয়া এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করণের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  এই প্রথম জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুক্রবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সকাল সাড়ে ন’টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান, বরিশোল বেবী হোমের উপ তত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, ইউপি সদস্য এচাহাক পাইক, মশিউর রহমান সরদার, নির্মল ঘটক, নির্মল বিশ্বাস, গনেশ পান্ডে, অজিত রায়, ভীম অধিকারী, বিনয় রায়, মহিলা ইউপি সদস্যা সান্তনা বেগম, আনসার আবু হানিফ মিয়া প্রমুখ। বক্তারা জানান, সরকারী ঘোষণা অনুযায়ি জাতীয় দিবস হিসেবে প্রতি বছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব