
প্রকাশ: ১ মার্চ ২০১৯, ১:৪৮

কালোবাজারি রোধে ট্রেনের টিকিটে যাত্রীর নাম দ্রুত সময়ের মধ্যে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বাংলাদেশ রেলওয়েতে যাত্রীদের যাতায়াতের নিরাপত্তার জন্য তা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রেলপথমন্ত্রী বলেন, ‘২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এতে করে ট্রেনের ক্রসিং সংখ্যা কমবে। যাত্রীসেবার মান বাড়বে।
এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে ২০০ কোচ আনা হবে। চাহিদা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ এসব কোচ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। নূরুল ইসলাম সুজন বলেন, ১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে যে আটটি রেলপথ ছিল, সেগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। এটা-সেটা নিয়ে বিভিন্ন জায়গায় নালিশ করে। তাদের উচিত এগুলো না করে জনগণের কাছে যাওয়া, জনগণের সেবা করা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
