গত তিন দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কলাপাড়ায় মুসল্লীয়াবাদ ফাজিল মাদ্রসার একটি টিনশেড ঘর সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। ফলে ক্লাশরুম সঙ্কটে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান জানান, অতি সম্প্রতি তিনদিনের টানা দূর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের একটি টিনশেড ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে।
এ কারণে দুইটি ক্লাশের পাঠাদানে এখন সমস্যা হচ্ছে। বর্তমানে অন্য কক্ষে এসব শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করাতে হয়। বিধ্বস্ত টিনশেড ঘরটি মেরামত করা প্রয়োজন। আর্থিক সঙ্কটে মাদ্রাসা কর্তৃপক্ষ এই মুহুর্তে বিধ্বস্ত ঘরটি মেরামত করাতে পারছেন না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।