
প্রকাশ: ১ মার্চ ২০১৯, ১৭:১৩

বিমান ছিনতাইয়ের বর্ণনা দিলেন নিজের ফেসবুক ওয়ালে , আমরা হুবহু তুলে ধরলাম আপনাদের কাছে, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মশিউর রহমান যিনি গত ২৪ শে ফেব্রুয়ারি (রোববার) বিমান ছিনতাই নাটকের প্রতক্ষ্যদর্শী হিসেবে ফেসবুকে তার একটি স্ট্যাটাস শেয়ার করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা করেন।মশিউর রহমান বর্তমানে দুবাই রয়েছেন। তিনি বাংলাদেশ বিমানের অভ্যন্তরে ঘটে যাওয়া প্রকৃত বিষয়টি বর্ণনা করেন।২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমার বয়স ৬৫ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন পেশাদার ব্যাংকার হিসেবে আমার ক্যারিয়ারকে বিদায় জানানোর সময় এটা।পেশাগত জীবনে ভালো কাজ করার জন্য বন্ধুবান্ধব, পরিবার ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছে। তারা আমাকে বিশ্রাম ও অবসরে যাওয়ার জন্য উৎসাহিত করলেন। তবে অবসরে যাওয়ার প্রথম দিনটি আমার পুরো জীবনের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর অন্যতম হয়ে থাকবে। তা কখনো বুঝতেই পারিনি।আমি ও লিলি অবসর নেয়ার পর পরই দুবাইয়ে বসবাসরত তার বোনদের কাছে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম ।এক সময়ে আমি অনেকদিন দুবাইয়ে বসবাস করেছি যখন সেখানে কাজ করেছিলাম।এর ফলে প্রিয়জনদের সঙ্গে আমাকে নতুন করে দেখাসাক্ষাতের সুযোগ হয়েছে।

