শশাঙ্ক রঞ্জন সমদ্দার সভাপতি ও তাপস বরন মন্ডল-কে সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্বরূপকাঠি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দ্রেরহাটে সার্বজনীন কালিবাড়ি রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এর আগে বিকেলে উপজেলা পূজা পরিষদ কমিটির আহবায়ক শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে ওই দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। পরে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে উপস্থিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদন্ধিতায় শশাঙ্ক রঞ্জন সমদ্দার সভাপতি ও তাপস বরন মন্ডল সম্পাদক নির্বাচিত হয়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে বক্ত্যব্যে রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ্ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির।কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় আরো বক্ত্যব্যে করেন, জেলা পূজা পরিষদের সম্পাদক বাবুল হালদার,সাংগঠনিক সম্পাদক দীলিপ মাঝি প্রমুখ, সাবেক উপদেষ্টা বিপুল নারায়ন চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।