বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদসহ অন্য সকল প্রার্থীর জামানত বাতিল হয়েছে।নির্বাচন পরিচালনা বিধিমালার ৪১(৩) অনুসারে, সিটি করপোরেশন নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।এ নির্বাচনে ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। যার আট ভাগের এক ভাগ হলো ১ লাখ ১৭ হাজার ৮১৭ ভোট।
নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।অর্থাৎ তাদের কেউই প্রদত্ত ভোটের আটের এক ভাগ ভোট পাননি। তাই তাদের জামানত বাতিল করে সরকারি কোষাগারে সে অর্থ জমা দেবেন রিটার্নিং কর্মকর্তা।সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ২০ লাখের বেশি হলে জামানত দিতে হয় ১ লাখ টাকা। সে হিসেবে মেয়র পদে উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত থেকে নির্বাচন কমিশনের আয় ৪লাখ টাকা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।