নেছারাবাদে অসময়ে আষাড়ের বৃষ্টি জনজীবনে অস্বস্থি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৯ অপরাহ্ন
নেছারাবাদে অসময়ে আষাড়ের বৃষ্টি জনজীবনে অস্বস্থি

নেছারাবাদে গত তিনদিন ধরে অসময়ের বৃষ্টিতে জনজীবনে হয়ে উঠছে অস্বস্থি। গত ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মেঘলা আকাশ দিয়ে দিনের আবহাওয়া শুরু হয়ে কালো বৈশাখির ন্যায় আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। সকাল নয়টার দিকে একটানা ভারি বর্ষা নেমে আড়াই ঘন্টার মত ধুলোময় প্রকৃতির রাস্তা-ঘাট ধুয়ে দিয়ে যায়। ওই দিন দুপুরের আকাশের কালো মেঘ ভেদ করে সূর্যটা একটু উকি মেরে ফের দুপুর বারটার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি নামার সাথে সাথে গোটা উপজেলা বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে জনজীবনে নেমে আসে আরে বাড়তি ভোগান্তি। বৃষ্টিজনিত আবহাওয়ার কারন দেখিয়ে বাজারে তরি-তরকারি সহ বেড়ে যায় মাছের দাম।

অভিরাম বর্ষন জনিত কারনে খেটে খাওয়া মানুষ জনেরা কাজে বের হতে পারেনি। এভাবে মঙ্লবার অভিরাম বর্ষনের পর গত দুদিন ধরে যেন রুটিন করে আষাড়ের মত বৃষ্টি পড়া শুরু হয়েছে। প্রতিদিন বিকাল চারটার দিকে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বর্ষা নামছে। কোন প্রকার জড়ো বাতাস ছাড়া এভাবে বর্ষা আসলেই বিদ্যুৎও ভেলকিবাজি দেখাচ্ছে। বর্ষার সাথে সাথে বিদ্যুৎ চলে গিয়ে ২ ঘন্টায়ও আসছেনা। এতে অফিস-আদালত,ব্যবসা- প্রতিষ্ঠানে মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। একই সাথে রুটিন মাফিক অস্বাভাবিক বৃ্ষ্টিতে উপজেলার প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাট কদমাক্ত হয়ে পড়েছে। উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাথালিপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান কয়েক দিনের অভিরাম বর্ষনে তাদের গ্রামের রাস্তাঘাট প্রচুর কদমাক্ত হয়ে পড়েছে। গ্রাম থেকে উপজেলা শহরে আসতে তাদের খুবই কষ্ট হচ্ছে।