উখিয়ার পত্রিকা হকার জাফর সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৯ অপরাহ্ন
উখিয়ার পত্রিকা হকার জাফর সংবর্ধিত

উখিয়া সংবাদ বিতান থেকে দৈনিক সমকাল বিক্রিতে অবদান রাখায় সমকাল থেকে দেওয়া ঘড়ি উপহার পেলেন উখিয়া উপজেলা সংবাদ পত্র হকার সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাফর আলম। এ সময় উপস্হিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন,সমকালের উখিয়া প্রতিনিধি হানিফ আজাদ,উখিয়া সংবাদ বিতানের মালিক আমিন উল্লাহর বড় ছেলে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ,দৈনিক পূর্বকোণ, দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকার উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ হকার ফারুক আহমদ।

এক যুগ ধরে সংবাদপত্র বিক্রি করে সংসার চালাচ্ছেন সবার পরিচিত মূখ জাফর আলম। সকাল থেকে বিকাল পর্যন্ত পায়ে হেটে পাঠকের কাছে জাতীয় থেকে স্থানীয় পত্রিকার পোঁছে দিচ্ছে। জাফর দৈনিক সমকালের উপহার সরুপ দেওয়াল ঘড়ি পেয়ে অনেক খুশি। হকার জাফর আলম জানান,আমি দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করে আসছি,সমকালের মতো অন্য পত্রিকার মালিকরা যদি উপহার হিসেবে আমাদের কিছু দিতো তাহলে আমার মতো অন্য হকাররাও পত্রিকা বিক্রিতে উৎসাহিত হতো।প্রসঙ্গত:হকার জাফর আলম আমাদের অর্থনীতি সাঙ্গু্‍ ,ইনানী সহ নানা পত্রিকা বিক্রিতে সহায়ক একজন।