গণপিটুনিতে বাঞ্ছারামপুরে ২ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
গণপিটুনিতে বাঞ্ছারামপুরে ২ ডাকাত নিহত

ভোলার বোরহানউদ্দিনে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলালউদ্দিন ভূইয়ার মনোনয়ন বাতিল করে ৩ পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা। বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে ওই যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়।আসন্ন নির্বাচনে চেয়ারম্যন,ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্রপ্রার্থী বিল্লাল হোসেন, ও আকতারুনেছার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. রাসেল, জুলফিকার আলী, মো. জসিমউদ্দিন মিয়া, মো. ইসমাইল খানের  মনোনয়নপত্র বৈধ ছিলো।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন, রিয়াজুল জান্নাত ও মেহেরুন আক্তার মুনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হেলালউদ্দিন ভূঁইয়ার  হলফনামা যথাযথভাবে পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় । ২৪ মার্চ বোরহানউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।