ইন্দুরকানীতে ছাত্রলীগের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৪ অপরাহ্ন
ইন্দুরকানীতে ছাত্রলীগের কর্মী সভা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে কর্মী সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহীন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খাঁন টিটু, আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর,সহ-সভাপতি রিপন শিকদার , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার,সাংগঠনিক সম্পাদক আবুবক্কর লাভলু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খাঁন, বারী তালুকদার জুয়েন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল,সাবেক প্রচার সম্পাদক মোঃ মাহিন,পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিব ইকবাল, সাধারণ সম্পাদক মোমেন মোর্সেদ শুভ্র, জেলা ছাত্রলীগ নেতা অভিরুজ্জামান অভিক, আবদুল্লাহ, সাবেক সহ-সম্পাদক মোঃ সিরাজ,ইন্দুরকানী কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন হাওলাদার ,উপজেলা ছাত্রলীগ নেতা মাহামুদ হাসান শুভ, ছাত্রলীগ নেতা নেওয়াজ মাহমুদ।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম হাওলাদার ওভি, হাসান মাহমুদ, রাহাত গাজী, মোঃ সোহাগ,মিজান রানা,মেজবাহ উদ্দিন রিয়াদ,শুব্রত বিশ্বাস সুমন, রাজিব চাপরাশী ,রুম্মান, আতিকুর রহমান ছগীর প্রমুখ। সভায় প্রধান অতিথি জাহিদ খাঁন টিটু বলেন,বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল রাষ্ট্র গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
উক্ত কর্মীসভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন।

ইনিউজ ৭১/এম.আর