রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন: বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে মনোয়ারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৬ অপরাহ্ন
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন: বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে মনোয়ারা

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি দিলু আক্তার। নিজের প্রার্থীতা প্রত্যাহার চেয়ে তিনি নিজে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। তার প্রার্থীতা প্রত্যহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি প্রার্থীতা প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি ও প্রয়াত আওয়ামীলীগ নেতা বদিউল আলম তালুকদারের সহধর্মীনি মনোয়ারা বেগম। এরআগে এই পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের এই দুই নেত্রী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান চৌধুরী। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মধ্যে দুই পদে একক প্রার্থী থাকায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এই পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন উপজেলা চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল ইসলাম সেলিম। প্রসঙ্গত আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। তাদের মধ্যে যাছাই-বাছাই শেষে ভাইস চেয়ারম্যান পদে শাহাদাত হোসেন তালুকদার ও মো. ফজলুল ইসলাম সেলিমের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে দু’জনেই আপিল করলে শুনানিতে শাহাদাতের আপিল খারিজ ও মো. ফজলুল ইসলাম সেলিমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন দিলু আক্তার। নির্বাচনে এখন শুধু প্রতিদ্বন্ধীতা হবে ভাইস চেয়ারম্যান পদে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব