দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় পার্টি (জেপি) থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়ন সংগ্রহ করায় কাউখালী উপজেলা বিএনপির স্বামী-স্ত্রী দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা হলেন- কাউখালী উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি এবং তার স্বামী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম প্রথম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ বহিষ্কারাদেশ দেন। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাদের বহিষ্কার করা হলো। স¤প্রতি ফাতেমা ইয়াসমিন পপি জাতীয় পার্টি (জেপি)তে যোগদান করে, উক্ত দল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনায়ন নিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।