বাংলাদেশের ওষুধ উন্নত দেশে প্রবেশ করেছে। সে কারণে ওষুধের মান সুরক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ওষুধ উন্নত দেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ওষুধের সুনাম বিশ্বজুড়ে। তাই ওষুধের মান সুরক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ৭৯৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’র তৃতীয় শাখা কারখানা স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।