আগৈলঝাড়ায় আট বছর অনুপস্থিত ২ চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ২৭শে ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় আট বছর অনুপস্থিত ২ চিকিৎসক!

যোগদানের পর থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যার হাসপাতালে আট বছর অনুপস্থিত রয়েছেন দুই চিকিৎসক। চিকিৎসকদের অনুপস্থিতের কারণে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে এ উপজেলার দুই লাখ লোকের চিকিৎসা সেবা। হাসপাতাল প্রধান একেএম মনিরুল ইসলাম জানান, ডা. আবু বকর সিদ্দিক ২০১৭ সালের ১জুলাই আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে যোগদান করেন। মাত্র ৫ মাস কর্মস্থলে থাকার পর ২০১১ সালের ৪ জানুয়ারী থেকে ৮ বছর যাবৎ তিনি অনুপস্থিত রয়েছেন।

অন্যদিকে ডা. সোমা হালদার ২০১৪ সালের ৮ অক্টোবর এই হাসপাতালে যোগদান করেন। তিনি ১বছর কর্মস্থলে থাকার পর ২০১৫ সালে ৫ নভেম্বর থেকে ৪ বছর যাবৎ অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত এই দুই চিকিৎসককে একাধিকবার কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দিলেও তারা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি। শেষ পর্যন্ত তাদের দুই জনের বিরুদ্ধেই বিভাগীয় মামলা করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব