ইন্দুরকানীতে জাতীয় ভোটার দীবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদের সভাপতিত্বে জাতিয় ভোটার দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সোহাগ হোসেন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, উপজেলা সহকারি মৎস্য অফিসার নজরুল ইসলাম, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, উপজেলা আ-লীগ সাংগঠনিক সম্পাদক মাওঃ গিয়াশ উদ্দিন সেলিম, সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, পাড়েরহাট রাজলক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার চক্রবর্তী উপজেলা রামচন্দ্রপুর সম্মহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গীতিশ চন্দ্র প্রমুখঃ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন উপস্থিত ছিলেন। উলেখ্য আগামি ১ মার্চ ২০১৯ জাতীয় ভোটার দিবস উদযাপন হতে যাচ্ছে, এ দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে। দেশে এবছরই প্রথম জাতিয় ভোটার দিবস পালনের জন্য “খ” শ্রেনীভুক্ত করে জাতিয় ভোটার দিবস ঘোষনা দিয়েছে সরকার। দিবসটির প্রতিপাদ্য ভোটার হব ভোটদিব।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।