চাঁদপুরের ফরিদগঞ্জে বাসরঘরে নববধূর ছুরিকাঘাতে বর গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বর দেলোয়ার বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও বর ও নববধূর পক্ষে কাউকে খুঁজে পায়নি। এলাকাবাসী জানায়, সোমবার উপজেলার পূর্ব লাউতলী গ্রামের ছিডু মিজির বাড়ির মৃত হারুনুর রশীদের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে একই উপজেলার চরমান্দারী ভূঁইয়া বাড়ির ফিরোজ আলমের মেয়ে শ্যামলী আক্তারের বিয়ে হয়। ওই দিন গভীর রাত ২টার দিকে নবদম্পতির বাসরঘর থেকে বর দেলোয়ার হোসেনের আর্তচিৎকার শুনে তার স্বজনরা ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় নিয়ে যায়। বর্তমানে দেলোয়ার হোসেন কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার স্বজনরা জানান।
নববধূ শ্যামলী আক্তার তার স্বামী দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করেছে স্থানীয়দের ধারণা। বর দেলোয়ারের বোন রুনা বেগম জানায়, ভাই দেলোয়ারের চিৎকার শুনে বাসরঘরে ঢুকে ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। কীভাবে সে আহত হয়েছে, তা জানেন না তিনি। এলাকায় গিয়ে দেখা গেছে, বাসরঘর এবং বাইরে বউভাতের জন্য তৈরিকৃত প্যান্ডেল এবড়ো-খেবড়ো অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি রাতেই ঘটনাটি শুনেছি। ঘটনার পরপর আহত দেলোয়ারকে হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। এ ঘটনাটি ধামাচাপা দিতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। এই ব্যাপারে ফরিদগঞ্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।