মানুষ বাচঁলে, দেশ বাচঁবে এই শ্লোগানে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফতুল্লা মডেল থানার সামনে এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয় সাংবাদিক, পুলিশ, মানবধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। এসময় বক্তারা খাদ্যে রাসায়নিক বিষ প্রয়োগের বিরুদ্ধে সরকারকে ধারাবাহিক পদক্ষেপ গ্রহনের মাধমে কঠোর হওয়ার আহ্বান জানান। নিরাপদ খাদ্য আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধনের সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিছুজ্জামান অনু, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি রহুল আমিন প্রধান, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান আনিস, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাংবাদিক শেখ মাকসুদুর রহমান, নুরুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর কাদের বলেন, যেভাবে খাদ্যে বিষ প্রয়োগ করছে ব্যবসায়ীরা এতে মানুষ আতংকিত। কিছু বিষ সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ জিম্মি থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে খাদ্যে ভেজাল ও বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সভাপতির বক্তব্যে ফরিদ আহম্মেদ বাধন বলেন, খাদ্যে যারা রাসায়নিক বিষ প্রয়োগ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা মনিটরিংয়ের দায়িত্বে আছেন তাদেরকে দেশের স্বার্থে জনগনের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিভিন্ন হাসপাতালে যে পরিমান মানুষ চিকিৎসা নিচ্ছে তাতেই প্রমান হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারনেই তারা রোগাক্রান্ত হচ্ছে। লোক দেখানো ভেজাল প্রতিরোধ না করে, দায়িত্বপ্রাপ্তদের স্থায়ীভাবে ভেজালের বিরুদ্ধে মাঠে কাজ করতে হবে। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার জয়নাল আবেদীন, বিশ্বজিত বাড়ৈ দেবন, সাংবাদিক সহিদুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর আলম মেম্বার, শাহ আলম, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান খোকা, সাংবাদিক এনামুল সিদ্দিকী, সাংবদিক এ আর কুতুবে আলম, সাংবাদিক এম এ সুমন, সাংবদিক মামুনুর রশিদ মুন্না, রাব্বি সরকার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।